টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে। বাঁহাতি এই ব্যাটারের ৯২ রানের ইনিংসে, ৩ উইকেটে ২০০ রান করে কিউইরা।
রানতাড়ার রেকর্ড গড়ে জিততে হতো অস্ট্রেলিয়াকে। কারণ এর আগে ২০০ রান তাড়া করে অজিরা কখনো জয় পায়নি। বড় টার্গেট তাড়া করতে নেমে কখনোই কক্ষপথে ছিলো না স্বাগতিকরা। ১৭.১ ওভারে ১১১ রানে গুটিয়ে যায় তারা। আর রেকর্ড দ্বিতীয় সর্বোচ্চ ৮৯ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড।
২০১১ সালের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে প্রথম জয় পেল কিউইরা। এ ম্যাচের নায়ক ওপেনার ডেভন কনওয়ে। সেঞ্চুরি না করতে পারার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তিনি।
দুই ছয় ও সাত চারে, ৫৮ বলে ৯২ রানে অপরাজিত থাকেন তিনি। এ নিয়ে ক্যারিয়ারে ২৯ টি-টোয়েন্টি ম্যাচে তৃতীয়বার ৯০-এর ঘরে আটকা পড়েন তিনি। তিনবারই ছিলেন অপরাজিত।
অর্ধশতকের পথে ডেভন কনওয়ের দৃষ্টিনন্দন শট।
বড় জয়ে নিউজিল্যান্ডের মধুর প্রতিশোধ
এ ম্যাচে শুরু থেকে আক্রমণাত্বক ছিলেন ডেভন। প্রথম উইকেটে অ্যালন ফিনকে নিয়ে গড়েন ৫৬ রানের জুটি তিনি। এরপর অধিনায়ক কেন উইলিয়ামসনকে সঙ্গে ইনিংসের সর্বোচ্চ ৬৯ রানে জুটি গড়েন ডেভন।
উইলিয়ামসন ও গ্লেন ফিলিপস আউট হলেও মারমুখি ছিলেন তিনি। চতুর্থ উইকেটে জিমি নিশানের সঙ্গে ২৪ বলে ৪৮ রানের জুটিতে দলীয় স্কোর ২০০ ঘর স্পর্শ করে।
0 Comments