শিল্প, লজিস্টিকস, বিনিয়োগ এবং বাণিজ্যসংক্রান্ত তথ্য আদান-প্রদান ও প্রচারের মাধ্যমে আরও বিদেশি বিনিয়োগ আসবে বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো। গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কার্যালয়ে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।


অনুষ্ঠানে বাংলাদেশে বিনিয়োগসংক্রান্ত সুযোগ-সুবিধা ও অন্যান্য তথ্য আদান-প্রদানে বেজা এবং জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) মধ্যে সহযোগিতা স্মারক স্বাক্ষর (এমওসি) হয়। স্বাক্ষর করেন বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন এবং জেট্রোর বাংলাদেশ প্রতিনিধি ইউজি আন্দো।


অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান বলেন, এই এমওসির মাধ্যমে বেজা ও জেট্রো উভয়ই বিনিয়োগের তথ্য প্রচার ও বিনিময়ের পরিপূরক কেন্দ্র হয়ে উঠবে। এ ছাড়া বেজার অধীনে বিনিয়োগের সুযোগ-সুবিধা, উৎপাদন শিল্প, লজিস্টিকস ও অন্যান্য বিষয়ে বিনিয়োগ এবং বাণিজ্য তথ্য, প্রণোদনাসংক্রান্ত তথ্য এবং মার্কেটিং গবেষণা ফলাফল আদান-প্রদান করা হবে।


এদিকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনুষ্ঠানে নাওকি ইতো বলেন, বর্তমানে জেট্রোর মাধ্যমে ৩৩৮টি জাপানি প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যাবসা পরিচালনা করছে। এ ছাড়া ৬৮ শতাংশ জাপানি কোম্পানি বাংলাদেশে ব্যবসা প্রসারে আরও আগ্রহী।