ঘোষণা দিয়েই নিজের টুইটার অ্যাকাউন্ট মুছে দিলেন বলিউডের প্রভাবশালী পরিচালক-প্রযোজক করণ জোহর। গতকাল সোমবার শেষ টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘পজিটিভ এনার্জির জন্য জায়গা তৈরি করছি। এটি তার প্রথম ধাপ। বিদায় টুইটার!’ খবর টাইমস অব ইন্ডিয়া।


ফ্যানদের সঙ্গে যুক্ত থাকার জন্য সেলিব্রেটিরা যখন জোরালোভাবে মনোনিবেশ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, তখন করণ জোহরের এই উল্টো পথে হাঁটা বিস্মিত করেছে অনেককে। আবার কেউ কেউ তাকে সমর্থনও করেছেন।


একপ্রকার বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত নিয়েছেন করণ। শেষ কয়েক মাসে টুইটারে তীব্র ট্রলিংয়ের শিকার হয়েছেন এই পরিচালক। তাছাড়া তার পরিচালিত সবশেষ সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে অনেকেই নেতিবাচক মনোভাব দেখিয়েছেন, যা করণের জীবনে প্রভাব ফেলেছে। এসব থেকে মুক্তি পেতেই টুইটার ছাড়লেন তিনি।


করণ জোহর।

করণ জোহর বলেন, সমালোচনা নিয়ে আমার কোনো আপত্তি নেই। মতামত যে কেউ দিতেই পারেন। কিন্তু নেতিবাচক মনোভাব নিয়ে সমালোচনা করতে আসলে শিল্পের ক্ষতি হয়। ইদানীং চলচ্চিত্রের ভেতরের লোকরাই এর ধ্বংস উদযাপন করে, যা খুবই দুঃখজনক।


সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে বিশেষজ্ঞরা আজকাল সরব হয়েছেন। টুইটার অ্যাকাউন্ট মুছে দিয়ে করণ যেন তাদেরকে সমর্থনই করলেন। এবার নিজের কাজে মনোযোগ দিতে চান তিনি।


করণের অনেক ভক্ত প্রিয় পরিচালকের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, এবার ইতিবাচক মানসিক শক্তি অর্জন করুন।