বাংলাদেশকে ৪-০ গোলে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ইয়েমেন। কমলাপুর স্টেডিয়ামে শুরুটা দারুণ হলেও সময় গড়ানোর সঙ্গে ম্যাচের লাগাম টেনে ধরে ইয়েমেন। তিন ম্যাচে শতভাগ জয়ে গ্রুপ সেরা হওয়া দেশটি ১৮ গোলের বিপরীতে তিনটিই ক্লিন-শিট রাখল!


ইয়েমেনের পাশাপাশি এদিন মূলপর্বের টিকিট পেয়েছে ‘বি’ গ্রুপ থেকে মালয়েশিয়া, ‘সি’ গ্রুপ থেকে কাতার, ‘এইচ’ গ্রুপ থেকে তাজিকিস্তানও। আগেই চূড়ান্ত পর্ব নিশ্চিত করে ‘জি’ গ্রুপ থেকে অস্ট্রেলিয়া, ‘আই’ গ্রুপ থেকে ইরান, ‘এ’ গ্রুপ থেকে জাপান, ‘জে’ গ্রুপ থেকে উজবেকিস্তান ও ‘এফ’ গ্রুপ থেকে ভিয়েতনামের।




৪ গ্রুপ নিয়ে গঠিত ‘ই’ গ্রুপের তলানিতে আছে ভুটান। দেশটির বিপক্ষে বাংলাদেশের ২-০ গোলের জয় বিবেচিত হচ্ছেনা

১০ গ্রুপের সেরা দলগুলোর সঙ্গী হয়ে মূলপর্বে যাবে ৬ সেরা রানার্সআপ দলও। তিন ম্যাচে দুই জয় ও এক হারে ‘ই’ গ্রুপের রানার্সআপ হলেও বাংলাদেশের মূলপর্বের পথটা প্রায় বন্ধ! ‘আই’ গ্রুপ থেকে তিমুর-লেসথে ও ‘জে’ গ্রুপ থেকে শ্রীলংকা নাম প্রত্যাহার করে নেয়ার কারণে বাংলাদেশের সম্ভাবনা কমে গেছে।


দুই দেশের পিঠটানের ফলে চার ও পাঁচ দল নিয়ে গঠিত গ্রুপের ক্ষেত্রে তলানিতে থাকা দলের বিপক্ষে ফলাফল বিবেচিত হবেনা। ৪ গ্রুপ নিয়ে গঠিত ‘ই’ গ্রুপের তলানিতে আছে ভুটান। দেশটির বিপক্ষে বাংলাদেশের ২-০ গোলের জয় বিবেচিত হচ্ছেনা। ফলে মূলপর্বে যাওয়ার জটিল অঙ্কে বাংলাদেশের ঝুলিতে থাকছে সিংগাপুরের বিপক্ষে ২-১ গোলের জয়। কিন্তু ইয়েমেনের কাছে ০-৪ গোলে হারের ফলে লাল-সবুজদের গোল গড় দাঁড়াচ্ছে -৩।