দীর্ঘদিনের প্রণয়ের পরিণয় ঘটছে। জনপ্রিয় মডেল ও সঙ্গীতশিল্পী প্রীতম হাসানের সঙ্গে ঘর বাঁধছেন মডেল ও অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেম। আজ শুক্রবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি রিসোর্টে তাদের চার হাত এক হবে।


এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে সেখানেই তাদের মেহেদী সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বিয়ে শেষে, এদিন রাতেই হবে তাদের সংবর্ধনা অনুষ্ঠান।


জানা যায়, বেশ কয়েক বছর ধরে চুটিয়ে প্রেম করছিলেন প্রীতম ও শেহতাজ। দুই পরিবারের সম্মতিতেই তাদের চারহাত এক হচ্ছে। বিয়েতে এই দুই পরিবারের ঘনিষ্ঠজনরা ছাড়াও অংশ নিয়েছেন এই জুটির শোবিজের ঘনিষ্ঠ বন্ধুরা।