‘জলের গান’ ব্যান্ডের কনক আদিত্য একাধারে একজন সংগীতশিল্পী ও চিত্রশিল্পী। নতুন খবর—এবার তাকে রুপালি পর্দাতেও দেখা যাবে চিত্রকর রূপে। সঙ্গী হিসেবে আছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। নির্মাতা সাইফুল ইসলাম মান্নুর নতুন চলচ্চিত্রে জুটি বেঁধেছেন তারা।


নির্মাতা জানিয়েছেন, দেশের শিল্প-সংস্কৃতির পটভূমির ওপর ভিত্তি করে এগিয়েছে চলচ্চিত্রটির গল্প। তবে এখনো শিরোনাম চূড়ান্ত হয়নি। সেপ্টেম্বরের শেষের দিকে দৃশ্যায়ন শুরু হয়েছে খুলনা ও যশোরের বিভিন্ন স্থানে। এরই মধ্যে শুটিংয়ের ৭০ ভাগ সম্পন্ন। দুই-এক সপ্তাহের মধ্যেই শেষ হবে পুরো কাজ। তারপর চলবে পোস্ট-প্রোডাকশন।


চলচ্চিত্রটিতে কাজ করা প্রসঙ্গে কনক আদিত্য বলেন, ‘‘পরিচালক আমার বন্ধু মানুষ। চারুকলার হলে আমরা একসঙ্গে থাকতাম। রাত জেগে আড্ডা দিতাম, কাজ করতাম। সেখান থেকেই বন্ধুত্বের শুরু। মাঝে তিনি দেশের বাইরে ছিলেন। এবার যখন দেশে ফিরলেন, আমাকে জানালেন তার চলচ্চিত্রে একজন শিল্পী দরকার। আমার মতোই একটি চরিত্র। আমি তো কখনো অভিনয় করিনি। যে কারণে রাজি না হওয়ারই কথা। তিনি বললেন, ‘তেমন কিছু না; একজন আর্টিস্ট যা করে, সেটা করলেই হবে’।”


চলচ্চিত্রে এজাজ নামে থাকছেন কনক আদিত্য। বাস্তবেও যা, পর্দাতেও তা—বিষয়টি নিয়ে সংগীতশিল্পীর ভাষ্য, ‘ব্যাপারটা অপ্রত্যাশিত। আমার আর অভিনয় করতে হয়নি। আমি যা, তা-ই।’


জাকিয়া বারী মমকে দেখা যাবে আর্ট স্কুলের শিক্ষিকার ভূমিকায়। নাম ‘নাবিরা’। অভিনেত্রীর ভাষ্য, ‘আমাদের ভারতীয় উপমহাদেশের সিনেমায় নায়ক, নায়িকা ও ভিলেনভিত্তিক গল্প হয়ে থাকে। কিন্তু এখন বিশ্বচলচ্চিত্রের রং বদলে যাচ্ছে। গল্প ও চরিত্রের দিকে হাঁটছে ইন্ডাস্ট্রি। একজন অভিনেতা নিজেকে অভিনয় দিয়ে কতটুকু পর্দা রাঙিয়ে তুলতে পারছেন, সেটাই সিনেমার জন্য বড় বিষয়। তেমন একটি সিনেমা হবে এটি।’


এ চলচ্চিত্রে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, জ্যোতিকা জ্যোতি, শিল্পী সরকার, প্রাণ রায়, দীপান্বিতা হালদার প্রমুখ।