যুক্তরাষ্ট্রের সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগী ও উপদেষ্টা স্টিভ ব্যাননকে চার মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির ডিস্ট্রিক্ট জাজ কার্ল নিকোলাস। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায় কংগ্রেসের তদন্ত কমিটিকে অসহযোগিতার অভিযোগে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি ৬৮ বছর বয়সী স্টিভ ব্যাননকে সাড়ে ৬ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। খবর বিবিসির।


ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায় চলতি বছরের জুলাইয়ে দুটি অভিযোগে দোষী সাব্যস্ত হন স্টিভ ব্যানন। সে সময় সব অভিযোগ অস্বীকার করে তদন্ত কমিটির কাছে সাক্ষ্য কিংবা নথি সরবরাহ করতে অস্বীকার করেন ট্রাম্পের উপদেষ্টা।


শুক্রবার রায় ঘোষণার পর ব্যানন সাংবাদিকদের বলেন, ‘আজকে রায় হয়েছে। আমি অবশ্যই এর বিরুদ্ধে আপিল করব।