চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপোকে ৯টি শর্তে তিন মাসের জন্য গার্মেন্টস পণ্য নিজেদের অফডকে সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ কার্যক্রমের সাময়িক অনুমোদন দিলো চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।
প্রায় তিন মাস ২২ দিন পর বিএম ডিপো কর্তৃপক্ষের আবেদন, পোশাক খাতের মালিকদের সংগঠন বিজিএমইএ, বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশন ও চট্টগ্রাম চেম্বারের সুপারিশ বিবেচনায় নিয়ে যাচাই-বাছাই শেষে ৯টি শর্তে তিন মাসের জন্য স্বল্প পরিসরে গার্মেন্টস পণ্য বিএম ডিপোর অফডকে সংরক্ষণ ও ব্যবস্থাপনার সাময়িক অনুমোদন দেওয়া হয়েছে।
তবে বিপদজনক পণ্য ও অন্যান্য ক্যামিকেল জাতীয় পণ্যেও হ্যান্ডলিং কার্যক্রম বন্ধ থাকবে। গত মঙ্গলবার এক চিঠিতে এসব নির্দেশনা দেন কাস্টমস কমিশনার।
এ বিষয়ে চট্টগ্রাম কাস্টমস কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান বলেন, ‘তিন মাসের জন্য ৯টি শর্তে বিএম ডিপোকে গার্মেন্টস পণ্যের সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের অনুমতি দেওয়া হয়েছে। তবে প্রতিটি শর্ত মেনে তাদের কাজ করতে হবে।’
নিয়ম মানতে অসমর্থ হলে তাদের সাময়িক অনুমোদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে বলেও জানান তিনি।
চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা গেছে, যেসব শর্ত মানলে বিএম কন্টেইনার ডিপো ৩ মাসের জন্য পোশাক খাতের পণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের কাজ করতে পারবে সেগুলো হলো- বিএম ডিপো কাজ শুরুর আগে বন্দরের অনাপত্তিপত্র গ্রহণ, বেসরকারি আইসিডি/সিএফএস বা অফডক স্থাপন ও পরিচালন নীতিমালা ২০২১ এবং বন্ডেড ওয়ারহাউস লাইসেন্স বিধিমালা ২০০৮-এ প্রযোজ্য শর্তাবলী মেনে চলা, অগ্নিনির্বাপক ব্যবস্থাপনা ও ফায়ার লাইসেন্স নিশ্চিত করা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে অনুমোদিত ফায়ার সেফটি প্ল্যান সংগ্রহ ও অগ্নিনির্বাপনী ব্যবস্থাসহ সময়ে-সময়ে জারিকৃত বিভিন্ন শর্তাদি পালন, বিপজ্জনক পণ্য ও কেমিক্যাল পণ্য রাখতে হলে আইএমডিজি নীতিমালার আলোকে রাখতে হবে।
তা ছাড়া এসব পণ্য আলাদা শেড বা ইয়ার্ড ব্যবহার করতে হবে, অনুমোদিত বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স ও বন্দর কর্তৃপক্ষ থেকে জারিকৃত বিদ্যমান সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী কন্টেইনার ও কার্গো হ্যান্ডেলিং ইকুইপমেন্ট স্থাপন করতে হবে, সমগ্র আইসিডি সিএফএস সিসিটিভি আওতায় আনতে হবে এবং আইসিডির বাহিরে একাধিক স্থানে ব্যাক-আপ স্টোরেজ স্থাপন করতে হবে। ক্ষতিগ্রন্থ শেড ও অফিস ভবনের পূর্ণাঙ্গ নির্মাণ সম্পন্ন করতে হবে এবং কাস্টমস কর্মকর্তাদের শুল্কায়ন কার্যক্রম সম্পন্নের লক্ষ্যে নীতিমালায় বর্ণিত যথাযথ ও প্রয়োজনীয় লজিস্টিকস সহায়তা প্রদান করতে হবে, অফডক পরিচালনার লক্ষ্যে ব্যবহৃত নিজস্ব সফটওয়ার ও কাস্টম হাউসের সার্বক্ষণিক এক্সেসের ব্যবস্থা রাখতে হবে।
কাস্টম হাউস থেকে বলা হয়েছে, নির্ধারিত তিন মাসের মধ্যে উল্লিখিত শর্তাবলী প্রতিপালন, এ লক্ষ্যে প্রয়োজনীয় দলিলাদি দাখিলসহ বেসরকারি আইসিডি/সিএফএস বা অফডক স্থাপন ও পরিচালন সংক্রান্ত নীতিমালা, ২০২১-এর প্রয়োজনীয় শর্তাবলী পরিপালনে ব্যর্থ হলে কিংবা পরবর্তী মেয়াদে প্রতিষ্ঠানটির বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স নবায়িত না হলে রপ্তানি সম্পাদনের কার্যক্রমের সাময়িকি অনুমোদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।
উল্লেখ্য, গত ৪ জুন বিএম কন্টেইনার ডিপোতে ক্যামিকেলের অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় ৫১ জন নিহত হন, আহত হন দুই শতাধিক মানুষ। এ ঘটনায় রপ্তানির অনুমোদন থাকা ১৫৪টি এবং আমদানি পণ্যবাহী দুটি কন্টেইনার ক্ষতিগ্রস্ত হয়। ওই দুর্ঘটনার পরে ডিপোর সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছিল।
0 Comments