নারী এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করতে শেষ বলে পাকিস্তানের দরকার ছিল ৩ রান, দুই রান নিলে ম্যাচ গড়াবে সুপার ওভারে। স্ট্রাইক প্রান্তে ছিলেন ব্যাটার নিডা দার। শ্রীলঙ্কান বোলার আছিনি কুলাসুরিয়ার করা বলে মাত্র এক রানের বেশি নিতে পারেনি অভিজ্ঞ ব্যাটার দার। দুই রান নিতে গিয়ে হন রান আউট।



রোমাঞ্চকর ম্যাচে ১ রানে জিতে ফাইনাল নিশ্চিত করে শ্রীলঙ্কা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২২ রানের পুঁজি পায় লংকান মেয়েরা। সর্বোচ্চ ৩৫ রান করেন মাদাভি। ১২৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ১২১ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান। শুরুটা ভাল করেছি পাকিস্তান। ৩১ রানের উদ্বোধনী জুটি এনে দিয়েছিলেন মুনিবা আলি ও সিধরা আমিন।  


দুইজনই সাজঘরে ফিরে গেলে দলের হয়ে হাল ধরেন অধিনায়ক বিসমাহ মারুফ। সুগান্ধিকা কুমারীর বলে আউট হওয়ার আগে ৪১ বলে ৪২ রান করেন তিনি। এরপরই শুরু হয় রোমাঞ্চ। শেষ ওভারে পাকিস্তানের দরকার ছিল ৯ রান। কিন্তু ৭ রানের বেশি করতে পারেনি তারা। এতে হেরে যায় ১ রানে।


এর আগে প্রথম সেমিফাইনালে থাইল্যান্ডকে ৭৪ রানে হারিয়েছে ভারত। আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রানের সংগ্রহ পায় তারা। জবাব দিতে নেমে ৯ উইকেট হারিয়ে ৭৪ রানে থামে থাইল্যান্ডের ইনিংস। আগামী ১৫ই অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা।