হায়দরাবাদ-হায়দ্রাবাদ, নাকি হায়দারাবাদ—এ নিয়ে অনেক বিতর্ক আছে। কিন্তু অবাক করা বিষয়, বিশ্বে এই নামে অন্তত ৮৪টি ছোট-বড় শহর ও গ্রাম রয়েছে। শুধু ইরানেই হায়দরাবাদ নামে ৭১টি গ্রাম ও ছোট-বড় শহরের অস্তিত্ব পাওয়া গেছে।
দেশটিরধারাবাহিকতায়প্রতিবেশীআজারবাইজানেআছেদশটিজায়গারনাম।ভারত, বাংলাদেশওপাকিস্তানেওআছেহায়দরাবাদনামেজায়গা।
বিশেষজ্ঞদের ধারণা, হায়দরাবাদ নামটি ছড়িয়ে পড়ার কারণ ভারতের ওই নামের শহরটির হীরা খনি। প্রায় ৫০০ বছর আগে থেকেই হায়দরাবাদের হীরা বিশ্ববিখ্যাত।
অবশ্য আরেকদল মনে করেন, হায়দরাবাদ শব্দের সঙ্গে শৌর্যবীর্যের সম্পর্ক রয়েছে। ফারসিতে হায়দার ও আবাদ মিলে হয়েছে হায়দারাবাদ। হায়দার মানে সিংহ আর আবাদ অর্থ শহর বা জনবসতিপূর্ণ অঞ্চল। এই দুয়ে মিলে সিংহের শহর। তবে সে যাই হোক, হায়দরাবাদ এখন শুধু জায়গার নামে সীমাবদ্ধ নেই।
যুক্তরাষ্ট্র, কানাডা ও সৌদির মতো দেশে ব্যাংকও আছে এই নামে। অনেক ফকিরের নামের শেষেও দেখা যায় অমুক হায়দরাবাদি।
0 Comments