নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে বিরল গোলাপি রঙের একটি হীরা। ১১ দশমিক ১৫ ক্যারেটের হীরাটির দাম ওঠে ৫৮ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৫৮০ কোটি টাকার বেশি। খবর এনডিটিভির।
গত শুক্রবার হংকংয়ে এ নিলাম পরিচালনা করে সোথবিস হংকং। নিলামে হীরাটি রেকর্ড দামে ফ্লোরিডার এক বাসিন্দা কিনে নেন। কিন্তু নিলামকারী প্রতিষ্ঠান সেই ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি। উইলিয়ামসন পিংক স্টার হলো নিলামে ওঠা দ্বিতীয় বৃহত্তম গোলাপি হীরা।
গোলাপি রঙের হীরা খুবই বিরল। পৃথিবীতে যত রঙের হীরা রয়েছে তার মধ্যে সবচেয়ে দামি হলো গোলাপি হীরা।
প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, হীরাটি ২ কোটি ১০ লাখ ডলারে বিক্রি হবে। কিন্তু সেটি ক্যারেটপ্রতি রেকর্ডে দামে বিক্রি হয়।
এর নামকরণ হয়েছে দুটি ঐতিহাসিক হীরার নামে। প্রথমটি হলো ২৩ দশমিক ৬০ ক্যারেটের উইলিয়ামসন হীরা। এটি ১৯৪৭ সালে প্রয়াত ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ তার বিয়ের সময় উপহার হিসেবে পেয়েছিলেন। দ্বিতীয়টি ৫৯ দশমিক ৬০ ক্যারেটের পিংক স্টার হীরা। ২০১৭ সালে নিলামে রেকর্ড ৭ কোটি ১২ লাখ ডলারে বিক্রি হয় সেটি। গোলাপি রঙের হীরা খুবই বিরল। পৃথিবীতে যত রঙের হীরা রয়েছে তার মধ্যে সবচেয়ে দামি হলো গোলাপি হীরা।
এই হীরার ঐতিহাসিক মূল্যমান অনেক বেশি। কারণ, এর সঙ্গে রানি এলিজাবেথের যোগসূত্র রয়েছে। পাশাপাশি গোলাপি হীরা দুষ্প্রাপ্য হওয়ার কারণে এর ক্রমবর্ধমান দাম এবং একটি অস্থিতিশীল বিশ্ব অর্থনীতির পটভূমিতে ক্রেতা এর মূল্য অনুধাবন করতে পেরেছে।
টোবিয়াস করমিন্ড, সেভেনটি সেভেন ডায়মন্ডসের ব্যবস্থাপনা পরিচালক
সেভেনটি সেভেন ডায়মন্ডসের ব্যবস্থাপনা পরিচালক টোবিয়াস করমিন্ড বলেন, এই হীরার ঐতিহাসিক মূল্যমান অনেক বেশি। কারণ, এর সঙ্গে রানি এলিজাবেথের যোগসূত্র রয়েছে। পাশাপাশি গোলাপি হীরা দুষ্প্রাপ্য হওয়ার কারণে এর ক্রমবর্ধমান দাম এবং একটি অস্থিতিশীল বিশ্ব অর্থনীতির পটভূমিতে ক্রেতা এর মূল্য অনুধাবন করতে পেরেছে।
0 Comments