পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর হামলার ঘটনায় এক বন্দুকধারীকে হত্যা এবং আরেকজনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ইমরান খানের জ্যেষ্ঠ সহযোগী রওফ হাসানের বরাতে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
এর আগে পাঞ্জাবের ওয়াজিরাবাদে লংমার্চ চলাকালে ইমরান খানের ওপর এ হামলার ঘটনা ঘটে। এতে ইমরান খানের পায়ে তিন থেকে চারটি গুলি লেগেছে। এ ছাড়া এ ঘটনায় এক পিটিআই কর্মী নিহত এবং চার থেকে পাঁচজন আহত হয়েছেন।
হাসান বলেন, ‘এটি তাকে (ইমরান খান) হত্যা করার চেষ্টা ছিল।’ অভিযুক্ত এক হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়েছে এবং আরেকজনকে হেফাজতে নেওয়া হয়েছে বলেও যোগ করেন তিনি।
0 Comments