সাইফ পাওয়ার খুলনাকে হারিয়ে হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্বিতীয় জয়ের দেখা পেল ওয়ালটন ঢাকা। মওলানা ভাসানি স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতের ম্যাচের স্কোর লাইন ৫-২।
মেট্রো এক্সপ্রেস বরিশালের কাছে হেরে প্রতিযোগিতা শুরু করে ওয়ালটন গ্রুপের মালিকানাধীন দলটি। রূপায়ণ সিটি কুমিল্লার বিপক্ষে পরের ম্যাচে ঘুরে দাঁড়ায় আশরাফুল ইসলামের দল। তৃতীয় ম্যাচে একমি চট্টগ্রামের কাছে হেরে ফের ছন্দ পতন ঘটে। চতুর্থ ম্যাচে এসে ফের ঘুরে দাঁড়াল দলটি।
ওয়ালটন ঢাকা খেলোয়াড়দের দ্বিতীয় জয় উদযাপন, বৃহস্পতিবার রাতে মওলানা ভাসানি হকি স্টেডিয়ামে।
লড়াই জমিয়ে দিল রূপায়ণ কুমিল্লা
ম্যাচে জোড়া গোল করেছেন অধিনায়ক আশরাফুল ইসলাম ও ভারতীয় এসভি সুনীল। দলটির আরেক গোল করেন ইন্দোনেশিয়ান রিক্রুট আলফেন্দি আলী সুরইয়া। আর্জেন্টিনার গুইদে বারেইরোস ও জার্মানির মার্টিনের গোলে ম্যাচে দুই দফা লিড নিয়েছিল সাইফ পাওয়ার খুলনা। কিন্তু প্রথম কোয়ার্টারের পর থেকে ক্রমেই ম্যাচ থেকে ছিটকে যায় দলটি।
0 Comments