সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা একটা টুইট করেছেন। যেখানে তিনি দুটি ছবি দিয়ে ক্যাপশন দিয়েছেন ইংরেজিতে। বাংলায় করলে যা দাঁড়ায়, ‘দুই ক্যাপ্টেন, একই প্রতিপক্ষ, একই আম্পায়ার, একই টুর্নামেন্ট, একই গল্প’। এরপর অনেকগুলো প্রশ্নবোধক চিহ্ন।
প্রথম ছবিতে দেখা যাচ্ছে দক্ষিণ আফ্রিকার আম্পায়ার মারাইজ ইরাসমাসের সঙ্গে কথা বলছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। দ্বিতীয় ছবিতে একই আম্পায়ারের সঙ্গে একটু ক্ষিপ্ত ভঙ্গিতে কথা বলছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
দুটি ছবি দুই ম্যাচের। সাকিবের ছবিটা বাংলাদেশ ও ভারত ম্যাচের মধ্যকার। বৃষ্টিতে যখন খেলা বন্ধ তখন আম্পায়ারের সাথে কথা বলছিলেন সাকিব।
অন্যদিকে বাবর আজমের সঙ্গে ইরাসমাসের তর্কের ছবিটা বেশকয়েকদিন আগের। সুপার টুয়েলভে যেখানে ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়েছিল মেলবোর্নে। শেষ ওভারে নওয়াজের করা একটি নো বলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল পরিবেশ।
দুটি ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তানের প্রতিপক্ষ ভারত। আম্পায়ার একজনই। দুই ম্যাচেই জিতেছিল ভারত। মাশরাফির টুইট অনুসারে, গল্পটাও একই। এতে কী বুঝাতে চাইলেন নড়াইল এক্সপ্রেস?
0 Comments