সাফজয়ী নারী ফুটবল দলকে গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৯ নভেম্বর দলের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।


‘নারী সাফ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলকে ৯ নভেম্বর প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে বিষয়টি আমাদের জানানো হয়েছে’— আজ বৃহস্পতিবার এ কথা বলেন, বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।


১৯ সেপ্টেম্বর নেপালকে হারিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো নারীদের সাফ শিরোপা জয় করে। সে সময় দেশের বাইরে থাকা প্রধানমন্ত্রী দলকে শুভেচ্ছা জানিয়ে দলের সদস্যদের সংবর্ধনা প্রদানের ঘোষণা দেন। ঘোষণা বাস্তবায়িত হচ্ছে ৯ নভেম্বর।


ফুটবলে সাফল্য পাওয়া দলগুলোকে বরাবরই উৎসাহ প্রদান করে থাকেন প্রধনামন্ত্রী শেখ হাসিনা। এজন্য তাকে ধন্যবাদ জানিয়ে বাফুফে সাধারণ সম্পাদক আরও বলেন, ‘বাফুফের পক্ষ থেকে সভাপতি (কাজী মো. সালাউদ্দিন) প্রধানমন্ত্রীর জন্য শুভেচ্ছা স্মারক প্রদান করবেন।’