স্প্যানিশ সময় কেবল সন্ধ্যা। এক ভিডিও বার্তায় ভেঙে গেছে কোটি কোটি বার্সা সমর্থকের হৃদয়। কেননা ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তাদের দীর্ঘদিনের রক্ষণের অতন্দ্র প্রহরী জেরার্ড পিকে। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক ভিডিও বার্তায় পিকে জানান, শনিবার আলমেরিয়ার বিপক্ষে স্প্যানিশ লা লিগার ম্যাচটি হবে, তার ক্যারিয়ারের শেষ ম্যাচ।


ভিডিও বার্তার শুরুতে পিকে বলেন, ‘গত কয়েক সপ্তাহে এবং মাসে, অনেকে আমার সম্পর্কে নানা কথা বলেছে। এখন পর্যন্ত, আমি কিছু বলিনি, কিন্তু এখন আমি আমার সম্পর্কে কিছু কথা বলতে চাই।’


এরপর ফুটবল ক্যারিয়ার নিয়ে তিনি বলেন, ‘আপনাদের অনেকের মতো আমিও সব সময়ই বার্সেলোনার ভক্ত এবং আমি একটি ফুটবল পরিবারে জন্মগ্রহণ করেছি। ছোটবেলা থেকেই আমি শুধু ফুটবলার নই, একজন বার্সেলোনার ফুটবলার হতে চেয়েছি, তাই হয়েছি। বার্সেলোনার প্রথম দলে জায়গা করে নিয়েছি এবং সম্ভাব্য প্রতিটি ট্রফি জিতেছি। আমি একজন ইউরোপীয় এবং বিশ্ব চ্যাম্পিয়ন ফুটবলার।’


এ সময় তিনি আরও বলেন, ‘২৫ বছর আগে আমি বার্সেলোনায় যোগ দিয়েছি। ফুটবল আমাকে সব দিয়েছে, বার্সেলোনা আমাকে সব দিয়েছে। আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখনই শেষ করার সঠিক সময়।’



এরপরই অবসরের ঘোষণা দিয়ে পিকে বলেন, ‘এই শনিবারের ম্যাচটি হবে ক্যাম্প ন্যুতে আমার শেষ ম্যাচ। এরপর আমি একজন ভক্ত হিসেবে বার্সেলোনাকে সমর্থন দিয়ে যাব।’


জাতীয় দল থেকে আগেই অবসর নেন এই স্প্যানিশ তারকা। এবার বিদায় বললেন ক্লাব ফুটবলকেও। ২০১০ সালে স্পেনের বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন এই সেন্টার ডিফেন্ডার। এ ছাড়া চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগাসহ ক্লাব ফুটবলের সম্ভাব্য সব শিরোপা জিতেছেন তিনি। জেরার্ড পিকে হঠাৎ করে ক্যারিয়ারের ইতি টানবেন এর আন্দাজ ছিল না কারো।


এক নজরে জেরার্ড পিকের যত শিরোপা

ইংলিশ লিগ কাপ- ২০০৬,


ইংলিশ প্রিমিয়ার লিগ- ২০০৮


চ্যাম্পিয়ন্স লিগ- ২০০৮ (ম্যান ইউ), ২০০৯, ২০১১, ২০১৫ (বার্সেলোনা),


স্প্যানিশ লা লিগা - ২০০৯, ২০১০, ২০১১, ২০১৩, ২০১৫, ২০১৬, ২০১৮, ২০১৯,


কোপা দেল রে- ২০০৯, ২০১২, ২০১৫, ২০১৬, ২০১৭, ২০১৮, ২০২১


ইউরোপীয় সুপার কাপ- ২০০৯, ২০১১, ২০১৫


ক্লাব বিশ্বকাপ- ২০০৯, ২০১১, ২০১৫


বিশ্বকাপ- ২০১০


ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ- ২০১২