দীর্ঘদিন পর বলিউড অভিনেতা শাহরুখ খানকে সিনেমায় দেখতে পাবেন তার ভক্তরা। চার বছর আগে জিরো সিনেমায় শেষবারের মতো দেখা গিয়েছিল তাকে। কিন্তু সিনেমাটির ভরাডুবি হয়েছিল। এই ‘ব্যর্থতা’ মেনে নিতে পারেননি শাহরুখও। তাই নিজেকে গুটিয়ে রেখেছিলেন এতদিন। মন দিয়েছিলেন প্রযোজনায়। তবে গত চার বছরে কিছু ক্যামিও (ক্ষণিক) চরিত্রে বড়পর্দায় দেখা গেছে তাকে। এ কারণে শাহরুখ খানের ফ্যানরাও ছিলেন কিছুটা বিমর্ষ। তবে তাদের অপেক্ষার অবসান হতে চলেছে।
আজ বুধবার শাহরুখ খানের ৫৭তম জন্মদিনে প্রকাশিত হয়েছে তার অভিনীত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পাঠান’-এর টিজার। মাত্র ৮ ঘণ্টা আগে ইউটিউবে প্রকাশিত টিজারটির ভিউ ইতোমধ্যে ২ লাখ ছাড়িয়ে গেছে। প্রতি মুহূর্তেই তা বাড়ছে। শেয়ারও হচ্ছে। ২০২৩ সালের ২৫ জানুয়ারি সিনেমাটি হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পাওয়ার কথা।
টিজার দেখে আন্দাজ করা যায়, পাঠান নামে চরিত্রটি (শাহরুখ খান) ৩ বছর ধরে নিখোঁজ। তিনি কোনো একটি মিশনে গিয়ে শত্রুর হাতে ধরা পড়েন।
টিজারে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকেও দেখা গেছে। ধারণা করা হচ্ছে, সিনেমায় জনকে দেখা যাবে পাঠানের বিরুদ্ধে।
টিজারের বিষয়ে পরিচালক সিদ্ধার্থ আনন্দ বলেন, ‘পাঠানের ঝলক দেখার জন্য উন্মাদনাকে আমি ভাষায় ব্যক্ত করতে পারব না। বহুদিন পর কোনো সিনেমাকে ঘিরে দর্শকের মধ্যে এ রকম উন্মাদনা লক্ষ্য করছি। এটা সম্ভব হয়েছে একমাত্র শাহরুখের জন্যই। তাই টিজার প্রকাশের জন্য তার জন্মদিনটাকেই আমরা বেছে নিয়েছি।’
সূত্র : হিন্দুস্তান টাইমস, পিঙ্ক ভিলা
0 Comments