বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নজিরবিহীন দুঃশাসনের বিরুদ্ধে তৃণমূলে জনগণের যে উত্থান ঘটেছে, তাতে দিশাহারা হয়ে গেছে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার। তারা মানুষের মনে ভীতি সৃষ্টি করতেই আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বেপরোয়াভাবে জুলুম-নির্যাতন চালাচ্ছে।’


আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে ফখরুল এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ দেশব্যাপী বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার, হয়রানি করা হচ্ছে অভিযোগ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।


মির্জা ফখরুল বলেন, ‘জুলুম-নির্যাতনের অংশ হিসেবে মিথ্যা মামলায় রংপুর জেলা বিএনপির সদস্য ও গঙ্গাচড়া উপজেলা বিএনপির সভাপতি ওয়াহেদুজ্জামান মাবুর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। গ্যাস-বিদ্যুৎ-পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ যখন চরম দুর্ভোগে নিপতিত, তখন কর্তৃত্ববাদী আওয়ামী সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে নেতাকর্মীদের গ্রেপ্তার করতে সাঁড়াশি অভিযান শুরু করেছে।’


মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আর নির্বাচন নির্বাচন খেলা হবে না : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব বলেন, ‘গতকাল বুধবার রাত থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক আশরাফুজ্জাহান জাহান, দারুস সালাম থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেন, দক্ষিণের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি জসিম উদ্দিন ভূঁইয়া পাভেল, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, ২০ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক চন্দন ও পল্টন থানা শ্রমিকদলের আহ্বায়ক আবু তাহেরকে গ্রেপ্তার এবং ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকদলের সদস্যসচিব বদরুল আলম সবুজসহ নেতাকর্মীদের বাসায় বাসায় গ্রেপ্তারের উদ্দেশে হানা দিচ্ছে পুলিশ।’


ফখরুল বলেন, ‘বাসায় নেতাকর্মীদের না পেয়ে পরিবারের লোকজনদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে। এরই মধ্যে মিথ্যা মামলায় আটক ফরিদগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও সাবেক ছাত্রনেতা ফারুক আহমেদ খানকে সম্পূর্ণ অন্যায়ভাবে চাঁদপুর জেলা কারাগারে রাখা হয়েছে।’


মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ভীতি সৃষ্টি করে আর ক্ষমতায় থাকা যাবে না : মির্জা ফখরুল

মির্জা ফখরুল আরও বলেন, ‘সরকার তাদের নিজেদের পতনের ধ্বনি শুনতে পাচ্ছে বলেই আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে নেতাকর্মীদের গ্রেপ্তারের হিড়িক শুরু করেছে। দেশে আইনের শাসনকে অদৃশ্য করে নেতাকর্মীদের জামিন বাতিলের মাধ্যমে কারাগারে নিক্ষেপ করা হচ্ছে। মানুষ এক ভয়াবহ আতঙ্ক ও অস্বস্তির মধ্যে দিনযাপন করছে। কিন্তু জনগণের প্রবল প্রতিরোধের মুখে আওয়ামী সরকারের পতন অত্যাসন্ন।’


অবিলম্বে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারসহ আটকদের নিঃশর্ত মুক্তি এবং বাসায় বাসায় পুলিশি অভিযান ও হয়রানি বন্ধের আহ্বান জানান মির্জা ফখরুল।