মাদারীপুরের ডাসার উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ি গিয়ে অনশনে বসেছেন এক তরুণী। গতকাল বুধবার থেকে তিনি অনশন শুরু করেছেন।


ওই তরুণীর বাড়ি পিরোজপুরের স্বরুপকাঠী উপজেলায়। ঘটনার পর প্রেমিক শৈশব বালার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে।


তরুণী জানান, দুবছর আগে ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেম হয়। বিয়ের কথা বলে বিভিন্ন জায়গায় নিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন শৈশব বালা। এক পর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে জোর করে বাচ্চা নষ্ট করেন শৈশব ও তার ফুফু যমুনা বালা। এরপর থেকেই তাকে এড়িয়ে চলছেন প্রেমিক।


সাবেক ইউপি সদস্য বাবুল জয়ধর বলেন, ‘এই মেয়ের সঙ্গে শৈশব বালার বিয়ে হওয়ার কথা ছিল। এ বিষয়ে মেয়ের বাড়িতে ১০-১২জন লোকজন গিয়েছিলেন। কেন যে মেয়েটিকে এভাবে কষ্ট দিচ্ছে বুঝি না। এ বিষয়ে অনেকবার সালিস হয়েছে, কিন্তু ওরা কাউকে মানে না।’


নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান দুলাল তালুকদার বলেন, ‘ঘটনা শুনেছি। কিন্তু ওই মেয়ের সঙ্গে তো আরও ছয় মাস আগে বিয়ে হওয়ার কথা।’


ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামান বলেন, এ নিয়ে এখনো থানায় অভিযোগ আসেনি। এলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।