গ্রীষ্ম, শরৎ, শীত ও বসন্ত, এই চার ঋতুর দেশ জার্মানি। শরৎ এখানে গ্রীষ্ম ও শীতের মধ্যবর্তী ঋতু। এখন শরৎকাল, নভেম্বর পর্যন্ত এই ঋতুর মেয়াদ। তারপর শুরু হবে শীত। কোনো কোনো বছর শরৎকালেও প্রচণ্ড ঠাণ্ডা পড়ে। এ বছর গ্রীষ্মে জার্মানিতে আশঙ্কাজনক অনাবৃষ্টি দেখা দিয়েছিল। তবে শরৎকালটি ছিল তুলনামূলক হারে অত্যন্ত উষ্ণ ও বৃষ্টি বহুল।


জলবায়ুর পরিবর্তন জার্মানির আবহাওয়ায় মারাত্মক প্রভাব ফেলেছে, বদলে গেছে অনেক কিছু। শুধু জার্মানি নয় পুরো ইউরোপ তথা বিশ্ব জলবায়ুর পরিবর্তনে পর্যুদস্ত। এবার শরতে বেশ কয়েকদিন দিনের বেলা মুষলধারে বৃষ্টি হয়েছে যা সচরাচর দেখা যায় না।


শরতে জার্মানিতে চলে রঙের খেলা। প্রকৃতি যেন আনন্দে মেতে উঠে। বাঙালি মেয়েরা যেমন পহেলা বৈশাখে হরেক রকম রঙে সেজে আনন্দে মেতে উঠে তেমন জার্মানির প্রকৃতিও যেন শরতে রঙের খেলায় মেতে উঠে। চোখ ফেরানো যায় না তখন প্রকৃতি থেকে। তবে এই রঙের খেলা, সৌন্দর্য হয় ক্ষণস্থায়ী। ঠাণ্ডার প্রকোপ বেশী হলে মধ্য অক্টোবর পর্যন্ত থাকে এই রঙ-রূপ তারপর শুরু হয় গাছের পাতা ঝরা। তখন সবকিছু কেমন যেন করুন লাগে। এবার উষ্ণতার জন্য প্রকৃতি তার রঙিন রূপ অক্টোবরের শেষ সপ্তাহ পর্যন্ত ধরে রেখেছিল।


জার্মানি শীত ও গ্রীষ্মে তাদের সময়ের পরিবর্তন করে। প্রতি বছর অক্টোবরের শেষ রোববারে রাত ৩টার সময় ঘড়ির কাটা এক ঘণ্টা পিছিয়ে আনে। দিনের আলো বেশী পেতে এবং বিদ্যুৎ সাশ্রয়ে এই পদ্ধতি গ্রহণ করা হয়। গ্রীষ্মে আবার সময় এগিয়ে আনা হয়।