ইরশাদ হয়েছে, ‘যারা ঈমান আনে, নেক কাজ করে এবং মুহাম্মদের ওপর যা অবতীর্ণ হয়েছে তাতে বিশ্বাস করে—আর এটাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত সত্য, তিনি তাদের মন্দ কাজ বিদূরিত করবেন এবং তাদের অবস্থা ভালো করবেন। ’
(আয়াত : ২)
আল্লাহ মুমিনদের সাহায্য করেন
ইরশাদ হয়েছে, ‘হে মুমিনরা, যদি তোমরা আল্লাহকে (ইবাদত ও আনুগত্যের মাধ্যমে) সাহায্য করো, তাহলে আল্লাহও তোমাদের (প্রতিদান দিয়ে) সাহায্য করবেন। এবং তোমাদের অবস্থান দৃঢ় করবেন। ’
(আয়াত : ৭)
অবিশ্বাসীদের ভালো কাজও নিষ্ফল হয়ে যায়
ইরশাদ হয়েছে, ‘যারা কুফরি করে, তাদের জন্য আছে দুর্ভোগ এবং তিনি তাদের কাজ ব্যর্থ করে দেবেন।
’ (আয়াত : ৮)
আল্লাহ মুমিনদের অভিভাবক
ইরশাদ হয়েছে, ‘এটা এ জন্য যে আল্লাহ তো মুমিনদের অভিভাবক আর কাফিরদের কোনো অভিভাবক নেই। ’ (আয়াত : ১১)
বহু শক্তিশালী নগরী শেষ পর্যন্ত টেকেনি
ইরশাদ হয়েছে, ‘তারা তোমার যে জনপদ থেকে তোমাকে বিতাড়িত করেছে, তার চেয়ে বেশি শক্তিশালী বহু জনপদ ছিল। আমি তাদের ধ্বংস করে দিয়েছি। তাদের সাহায্যকারী কেউ ছিল না। ’
(আয়াত : ১৩)
0 Comments