টানা কয়েক সপ্তাহ ভেন্যু নিয়ে দর কষাকষি, নয়াপল্টনে পুলিশের সাথে সংঘর্ষ, হতাহত এবং বিএনপির গুরুত্বপূর্ণ দুই নেতার গ্রেফতার- এতো ঘটনাপ্রবাহের পরও গোলাপবাগ মাঠে কোন সহিংসতা ছাড়াই শনিবার শেষ হয় বিএনপির ঢাকার গণ-সমাবেশ। এই সমাবেশের সফলতা নিয়ে পক্ষে বিপক্ষে নানা মত রয়েছে।


বিএনপির দাবি শত বাধা সত্ত্বেও যতো মানুষের সমাগম হয়েছে তা দলের জন্য বড় অর্জন। তবে আওয়ামী লীগের দাবি এই সমাবেশের মাধ্যমে বিএনপি সাধারণ মানুষের আস্থা হারিয়েছে।


গত কয়েকমাসে বিএনপি তাদের কর্মসূচির মাধ্যমে রাজনীতির মাঠে উত্তাপ ছড়িয়েছে।


বিএনপি ঢাকার ওই সমাবেশ থেকে ২৪শে ডিসেম্বর গণমিছিলের ডাক দেয়।


শুধুমাত্র মিছিলের ডাক দেয়ায়, এতো ঝুঁকি নিয়ে যারা সমাবেশে এসেছিলেন, তাদের প্রত্যাশার পারদ থিতিয়ে পড়েছে কি না এমন প্রশ্নও উঠেছে।


এ নিয়ে বিশ্লেষকরা বলছেন বিএনপি তাদের আগের ভুল থেকে শিক্ষা নিয়েছে এবং সরকারের ফাঁদে পা না দিয়েই রাজনীতির মাঠে চাপ তৈরি করতে পারছে।